• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ১১:১৪ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩, ২০২১, ০৫:১৬ পিএম

আগের সিদ্ধান্ত থেকে সরে এলেন বাবুল সুপ্রিয়

আগের সিদ্ধান্ত  থেকে সরে এলেন  বাবুল সুপ্রিয়
বাবুল সুপ্রিয়

ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা থেকে পদ হারিয়েছেন বাবুল সুপ্রিয়। এরপর রাজনীতি ও পার্লামেন্টের আসন ছাড়ার ঘোষণা দেন তিনি। তবে পরে সেই অবস্থান থেকে সরে এসেছেন তিনি। 

ভারতের পশ্চিমবঙ্গের এই সংসদ সদস্য জানান, রাজনীতিতে সক্রিয় না থাকলেও সাংবিধানিক দায়িত্ব পালন করবেন।

সোমবার (২ আগস্ট) বিজেপি প্রধান জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানিয়েছেন বাবুল।

নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় রদবদল ঘটলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব হারান বিজেপি সংসদ বাবুল সুপ্রিয়। 

পরে গত শনিবার (৩১ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তিনি জানান, রাজনীতি ও সংসদ সদস্য পদ ছেড়ে দেবেন। ২ দিন পর নিজের অবস্থান বদলে ফেলেন বাবুল। এনডিটিভি।

জাগরণ/এমএ