• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ১১:২১ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩, ২০২১, ১১:২১ এএম

ঢাকার পথে অ্যাস্ট্রাজেনেকা টিকার তৃতীয় চালান

ঢাকার পথে অ্যাস্ট্রাজেনেকা টিকার তৃতীয় চালান
সংগৃহীত ছবি

কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশকে জাপানের উপহার দেয়া টিকার তৃতীয় চালান ঢাকার পথে আছে। এই তৃতীয় চালানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা রয়েছে।

সোমবার (২ আগস্ট) জাপানের স্থানীয় সময় রাত সোয়া ৯টায় টিকা বহনকারী নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো বিমান জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়েছে। 

বাংলাদেশে টোকিও দূতাবাসের ফেসবুকে পেজে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাস জানায়, ‘বাংলাদেশকে জাপানের দেয়া উপহারের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তৃতীয় চালান ঢাকায় আসছে। টোকিওর বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক মিনিস্টার সৈয়দ নাসির এরশাদ এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।’

শনিবার (৩১ জুলাই) জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালানে সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা দেশে আসে।

গত ২৪ জুলাই জাপান থেকে উপহারের অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান দেশে পৌঁছায়। এ পর্যন্ত জাপান থেকে ১০ লাখ ২৬ হাজার ৫২০ ডোজ টিকা দেশে এসেছে।

জাগরণ/এসএসকে