• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ১১:৫০ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৩, ২০২১, ১১:৫০ এএম

টেনেসিতে বন্যায় ২১ জনের মৃত্যু

টেনেসিতে বন্যায় ২১ জনের মৃত্যু
বাড়ি বাড়ি গিয়ে লোকজনের খোঁজ-খবর নিচ্ছেন উদ্ধারকারীরা ‍ ● ইন্টারনেট

আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যে বন্যায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। এখনও বহু লোক নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।

এরই মধ্যে রাস্তাঘাট ও সেতুগুলো তলিয়ে গেছে। বিদ্যুৎ–বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকা। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। বন্যাকবলিত মানুষকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

উদ্ধারকারীরা বাড়ি বাড়ি গিয়ে লোকজনের খোঁজ-খবর নিচ্ছেন।

টেনেসি অঙ্গরাজ্যে ২১ আগস্ট (শনিবার) ৩৮ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আবহাওয়াবিদরা ভয়াবহতার দিক দিয়ে এ বন্যাকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যায়িত করেছেন। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অঙ্গরাজ্যটির হাম্পফ্রে কাউন্টি। সেখানেই ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে টেনেসির স্বাস্থ্য বিভাগ।

বন্যায় মৃত ব্যক্তিদের মধ্যে দু’টি শিশু রয়েছে বলে জানিয়েছেন হাম্পফ্রে কাউন্টির পুলিশ কর্মকর্তা ক্রিস ডেভিস। বেশ কয়েকটি শিশু নিখোঁজ রয়েছে বলে জানান তিনি। বন্যায় এক বন্ধুকেও হারিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

জাগরণ/এসএসকে