• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২১, ১১:১২ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৩, ২০২১, ১১:১২ এএম

১২শ বছর পূর্বের মূর্তি মিলল কাশ্মিরের নদীতে

১২শ বছর পূর্বের মূর্তি মিলল কাশ্মিরের নদীতে
ফাইল ফটো।

ভারতের জম্মু ও কাশ্মিরে পাওয়া গেল প্রায় এক হাজার ২০০ বছরের পুরনো দুর্গামূর্তি। সেখানকার বদগাম জেলায় ঝিলম নদীর ধারে খান সাহিব এলাকা থেকে সম্প্রতি মূর্তিটি উদ্ধার হয়েছে।

বদগামের স্থানীয় পুলিশ জানিয়েছে, নদীর ধারে বালি তোলার কাজ করছিল শ্রমিকরা। ওই সময়ই কালো রঙের পাথরের ওই মূর্তিটি উদ্ধার হয়েছে। পুলিশ সেই মূর্তি উদ্ধার করে তুলে দিয়েছে কাশ্মিরের প্রত্নতাত্ত্বিক বিভাগের হাতে।

মূর্তি উদ্ধার বিষয়ে বদগামের পুলিশ সুপার তাহিদ খানের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ‘বদগামের খান সাহিব এলাকা থেকে প্রায় এক হাজার ২০০ বছরের পুরনো দুর্গামূর্তি উদ্ধার হয়েছে। তা প্রত্নতাত্ত্বিক বিভাগের কর্মকর্তা মুস্তাক আহমদ বেগের হাতে তুলে দেয়া হয়েছে। এই মূর্তি এখানে কীভাবে এল তা জানার চেষ্টা চলছে।’

সম্প্রতি ভারতের অন্ধ্রপ্রদেশের পাপানাইদুপেটায় একটি মন্দিরের খোঁজ পাওয়া গেছে। ইটের তৈরি ওই মন্দির প্রায় ৪০০ বছরের পুরনো বলে অনুমান প্রত্নতত্ত্ববিদদের।
 

জাগরণ/এসকেএইচ