পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টিপাত এবং মাটিধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।
খাইবার পাখতুনখাওয়ার পুলিশ জানায়, প্রবল বৃষ্টিপাতে ঘরবাড়ি ধ্বংস হওয়ার ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। ৎ
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নওয়াজ সাইদ বলেছেন, তোর ঘার জেলায় মাটি এবং ইটের তৈরি ঘরবাড়ি ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, আটকা পড়া অন্য ভুক্তভোগী, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে, তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা।
নওয়াজ বলেন, জেলার প্রত্যন্ত গ্রামে তিনটি লাগোয়া বাড়ি সম্পূর্ণভাবে ভেসে গেছে। আশপাশের অন্য ঘরগুলো কম ক্ষতিগ্রস্ত হয়েছে।
অ্যাবোটাবাদ শহরের কর্তৃপক্ষ জানায়, শহরতলিতে মাটিধসে এক দম্পতি ও তাদের শিশু নিহত এবং আরও তিনজন আহত হয়েছে।
পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, তারা ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সহায়তা পাঠাচ্ছে। কিন্তু মাটিধসের কারণে পাহাড়ি এলাকায় এই কার্যক্রম ব্যাহত হচ্ছে। আরব নিউজ।