• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ১০:৫৯ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২১, ১০:৫৯ এএম

রাতভর বৃষ্টিতে জলাবদ্ধ কলকাতা

রাতভর বৃষ্টিতে জলাবদ্ধ কলকাতা
সংগৃহীত ছবি

রাতভর প্রবলবৃষ্টিতে ভারতের পশ্চিমঙ্গের কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট জোড়া নিম্নচাপের কারণেই এই বৃষ্টি।

নিম্নচাপের সঙ্গে মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী দুই থেকে তিন আরও বৃষ্টিপাতও হতে পারে।

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি। রাতভর বৃষ্টির পর আজ সকাল থেকেও কলকাতার আকাশ মেঘলা। 

সপ্তাহের শুরুতে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৯ শতাংশ, ন্যূনতম ৭১ শতাংশ৷ গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১১৭.২ মিলিমিটার। জি নিউজ।

জাগরণ/এমএ