• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১, ১০:৫৬ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০২১, ১০:৫৬ এএম

কাতালান নেতা পুজেমন গ্রেফতার

কাতালান নেতা পুজেমন গ্রেফতার
সংগৃহীত ছবি

কাতালানের বিচ্ছিন্নতাবাদী নেতা কার্লোস পুজেমনকে ইতালির সার্দিনিয়ায় আটক করা হয়েছে। স্পেন সরকারের একটি অ্যারেস্ট ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

পুজেমনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছে স্পেন।

তাদের দাবি, ২০১৭ সালে কাতালানের স্বাধীনতার দাবিতে অবৈধ গণভোট আয়োজনে সহায়তা করেছিলেন পুজেমন।

স্পেনের কাতালান অঞ্চলের সাবেক প্রেসিডেন্ট পুজেমন ওই ভোটাভুটির পর স্পেন ছেড়ে পালিয়ে যায়।

তিনি এখন বেলজিয়ামে বাস করেন এবং তিনি একজন মেম্বার অব ইউরোপীয়ান পার্লামেন্ট (এমইপি) ।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) পুজেমনকে আদালতে হাজির করা হতে পারে। পুজেমনের আইনজীবী জানিয়েছেন, তাকে প্রত্যাবাসন করা হতে পারে।

২০১৭ সালের গণভোটের পর স্পেনে একটি রাজনৈতিক সংকট দেখা দেয়। ওই গণভোটের পর কাতালানের আঞ্চলিক পার্লামেন্ট স্পেন থেকে স্বাধীনতা ঘোষণা করে। পরে মাদ্রিদ কাতালানের ওপর সরাসরি শাসন জারি করে।

পুজেমন ২০১৯ সালে এমইপি নির্বাচিত হওয়ার পর তাকে বিচার থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেয়া হয়। কিন্তু গত মার্চে তার এমইপি পদ বাতিল করা হয়।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ইতালির সীমান্ত পুলিশ তাকে আটকানোর পর আলঘেরো বিমানবন্দর থেকে গ্রেফতার হন পুজেমন।

পুজেমনের গ্রেফতারে নিন্দা জানিয়েছেন কাতালোনিয়ার নতুন প্রেসিডেন্ট পেরে আরাগোনস। আরাগোনস নিজেও একজন বিচ্ছিন্নতাবাদী নেতা। বিবিসি।

জাগরণ/এসএসকে