• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১, ১১:০৫ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৫:০৭ পিএম

‘ইরান পরমাণু অস্ত্রধারী হোক চায় না সৌদি’

‘ইরান পরমাণু অস্ত্রধারী হোক চায় না সৌদি’
ফাইল ফটো

ইরান পারমাণবিক শক্তিধর দেশ হয়ে উঠুক সৌদি আরব এটা চায় না বলে জানিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

ইরানকে পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে বিরত রাখার আন্তর্জাতিক প্রচেষ্টাকে সৌদি সমর্থন করে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আগে রেকর্ড করা এক ভিডিও ভাষণে এ কথা বলেন সালমান।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ কথা জানা গেছে। 

২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনর্বহালের লক্ষ্যে বিশ্বনেতারা তেহরানের সঙ্গে আলোচনা শুরু করার প্রস্তুতি নেয়ার মধ্যে নিজ দেশের এমন মনোভাবের কথা তুলে ধরলেন বাদশাহ সালমান।

তিনি বলেন, সৌদি আরব মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্রমুক্ত রাখার ওপর জোর দেয়, এই ভিত্তিতে আমরা ইরানের পারমাণবিক অস্ত্রধারী হওয়া ঠেকানোর আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন করি।

বাদশাহ সালমান বলেন, ইরান আমাদের প্রতিবেশী দেশ, আর আমরা আশা করছি সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মধ্য দিয়ে আমাদের প্রাথমিক আলোচনা বিশ্বাস নির্মাণের দৃঢ় ফলাফলের দিকে এগিয়ে যাবে।

তার এসব মন্তব্যের আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে দেশটির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার পথ খুলতে পারমাণবিক আলোচনা ফের শুরু করার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান। রয়টার্স।

জাগরণ/এসএসকে