• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৪:৫১ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৪:৫১ পিএম

দিল্লির আদালতে হামলার ঘটনায় গ্রেফতার ২

দিল্লির আদালতে হামলার ঘটনায় গ্রেফতার ২
ছবি- সংগৃহিত

ভারতের দিল্লিতে একটি আদালতের ভেতরে হামলার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গত শুক্রবার উত্তর দিল্লির রোহিনী আদালতকক্ষের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।

হামলার ঘটনার দুই দিন পর দিল্লি পুলিশের একটি বিশেষ দল তাদের গ্রেফতার করে বলে জানা গেছে। গ্রেফতার দুই ব্যক্তি হলেন উমাং ও বিনয়। অভিযুক্ত দুই জনই উত্তর-পশ্চিম দিল্লির হায়দারপুরের বাসিন্দা।

সূত্রের বরাত এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার দিন উমাংসহ আরও দুই হামলাকারী রোহিনীর ৯ নম্বর সেক্টরের একটি দোকান থেকে আইনজীবীর পোশাক পড়ে পরে আদালত প্রাঙ্গণে যান। পূর্বের পরিকল্পনা অনুযায়ী, হামলার সময় আদালত প্রাঙ্গণে একটি প্রাইভেটকারে অপেক্ষা করছিলেন উমাং। হামলাকারীরা কাজ সমাপ্ত করলে তাদের নিয়ে পালানোর পরিকল্পনা ছিল তার। কিন্তু দেরি হওয়ার কারণে এবং হামলাকারীরা নিহত হয়েছে জানার পর পালিয়ে যায় সে।

এ হামলায় বেশ কয়েকটি মামলার আসামি দুর্ধর্ষ গ্যাংস্টার জিতেন্দ্র গোগী নিহত হয়। গত এপ্রিলে গ্রেফতারের পর তিহার কারাগারে রাখা হয়েছিল তাকে। গত শুক্রবার সে কারণেই আদালতে হাজির করা হয়েছিল গোগীকে।

এসকে