• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৫:০২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৫:০২ পিএম

যুক্তরাষ্ট্রে ট্রেন লাইনচ্যুত, নিহত ৩

যুক্তরাষ্ট্রে ট্রেন লাইনচ্যুত, নিহত ৩
লাইনচ্যুত বগি সরিয়ে নিতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে শিকাগো রেল কর্তৃপক্ষ - রয়টার্স

যুক্তরাষ্ট্রের মন্টানা এলাকায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে প্রাণ হারালেন কমপক্ষে ৩ জন। গতকাল শনিবারের ঐ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়।

রেল কর্তৃপক্ষ জানায়, সিয়াটল থেকে শিকাগো যাচ্ছিলো ট্রেনটি। পথেই লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় পড়ে পাঁচ বগির ছোট্ট যানটি। এসময় ট্রেনে ছিলেন ১৪৭ যাত্রী এবং ১৩ ক্রু। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত বগিগুলোর নিচে চাপা পড়াদের উদ্ধার করা হয়। যারফলে হতাহতের সংখ্যা তুলনামূলক কম।

এদিকে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। দুর্ঘটনার কারণ জানা যায়নি; চলছে তদন্ত। উদ্ধার তৎপরতা পুরোপুরি শেষ হওয়ার পর শুরু হবে ক্রুদের জিজ্ঞাসাবাদ।

স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনে প্রায় ১৪৭ জন যাত্রী ও ১৩ জন ক্রু সদস্য ছিল। উত্তর মন্টানার জপলিনের কাছে দুপুর চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়। কানাডার সীমান্ত থেকে মাত্র ৪৮ কিলোমিটার দূরেই এই দুর্ঘটনাটি ঘটে।

এসকে