• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১, ১২:০৬ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২১, ১২:০৬ এএম

প্রেমের টানে রাজপদবী ত্যাগ করছেন রাজকন্যা!

প্রেমের টানে রাজপদবী ত্যাগ করছেন রাজকন্যা!
সংগৃহীত ছবি

রাজকন্যার পদবী ত্যাগ করে নিজের প্রেমিক এক সাধারণ নাগরিককে বিয়ে করতে চলেছেন জাপানের প্রিন্সেস মাকো।

শুধু তাই নয়, রাজপরিবার থেকে বের হয়ে এলে যে এককালীন অর্থ দেয়ার নিয়ম রয়েছে, সেই অর্থ গ্রহণেও অস্বীকৃতি জানিয়েছেন তিনি। এ বছরের অক্টোবরে তারা বিয়ের ঘোষণা দিতে পারেন। 

এর আগে ২০১৭ সালে সহপাঠী কেই কোমুরোর সাথে বাগদানের কথা ঘোষণা করেন প্রিন্সেস মাকো। তবে, তার এক বছর পর তিনি গণমাধ্যমকে জানান, বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি নিতে আরও সময় লাগবে বিধায় শীঘ্রই বিয়ে করছেন না তারা। 

তবে গণমাধ্যম জানিয়েছিল, কেইয়ের মায়ের আর্থিক জটিলতার কারণে বিয়ের আয়োজন পেছানো হয়েছে। যদিও এ দাবি অস্বীকার করে দেয় রাজপরিবার। 

প্রিন্সেস মাকো জাপানের সাবেক সম্রাট আকিহিতোর নাতনি এবং বর্তমান ক্রাউন প্রিন্স আকিশিনোর মেয়ে।  

জাপানের কয়েকশ' বছরের পুরনো রাজকীয় রীতি অনুযায়ী, রাজকীয় মর্যাদাহীন কাউকে বিয়ে করলে রাজপরিবারের সেই সদস্যকেও তার পদবী হারাতে হবে। সেক্ষেত্রে প্রায় দেড়শ মিলিয়ন ইয়েন বা প্রায় ১২ লাখ ডলারের এককালীন অর্থ পাবেন তিনি। তবে সেই টাকা গ্রহণেও অস্বীকৃতি জানিয়েছেন মাকো। 

পাত্র কোমুরো এখন যুক্তরাষ্ট্রে আইন নিয়ে পড়াশোনা করছেন। বিয়ের পর প্রিন্সেসও সেখানেই স্থায়ীভাবে বসবাস করবেন। রাজকন্যার এই সিদ্ধান্তের প্রশংসা করছেন জাপানের তরুণ প্রজন্ম। একাত্তরটিভি।

জাগরণ/এসএসকে