• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১, ২০২১, ১১:২০ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১, ২০২১, ১১:২০ এএম

বিশ্বের শনাক্ত বাড়লেও কমেছে মৃত্যু

বিশ্বের শনাক্ত বাড়লেও কমেছে মৃত্যু
ফাইল ফটো

বিশ্বজুড়ে ফের বেড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা। তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও কমেছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা।

শুক্রবার (১ অক্টোবর) সকালে এ তথ্য জানায় ওয়ার্ল্ডওমিটার। 

গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা চার লাখ ৮৪ হাজার ৯২৯ জন। আগের দিনের তুলনায় এ সংখ্যা প্রায় সাড়ে ৫ হাজারের বেশি। এই নিয়ে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৪৮ জন।

আক্রান্তের সংখ্যা বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় ৭ হাজার ৭১৯ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় ৯৪৫ জন কম। এই নিয়ে এখন পর্যন্ত বিশ্বে ৪৭ লাখ ৯৬ হাজার ৪০৮ জনের মৃত্যু হয়েছে করোনায়।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে এক লাখ ১৩ হাজার ৯০১ জন। আর প্রাণহানি হয়েছে ১ হাজার ৮০৮ জনের। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৪ কোটি ৪৩ লাখ ১৪ হাজার ৪০৩ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৭ লাখ ১৬ হাজার ৮৪৩ জন।

দৈনিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রাশিয়া, ব্রাজিল ও মেক্সিকোর অবস্থান।

জাগরণ/এসএসকে