• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১, ১০:৪৬ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৩, ২০২১, ০৪:৫৪ পিএম

প্রথম রাউন্ডের গণনা শেষে ২৭৯৯ ভোটে এগিয়ে মমতা

প্রথম রাউন্ডের গণনা শেষে ২৭৯৯ ভোটে এগিয়ে মমতা
ভবানীপুরে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস ● আনন্দবাজার

ইভিএম গণনার প্রথম রাউন্ড শেষে প্রায় ২৭৯৯ ভোটে এগিয়ে মমতা। 

এই রাউন্ডে মমতা পেয়েছেন ৩ হাজার ৬৮০ ভোট।

বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ৮৮১ ভোট এবং সিপিএ প্রার্থী শ্রীজীব বিশ্বাস ৮৫টি ভোট।

গত বিধানসভা নির্বাচনে বিজেপিনেতা শুভেন্দু অধিকারীর কাছে হেরেও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়মানুযায়ী সেই চেয়ার বাঁচাতে তাকে ৬ মাসের মধ্যে আবারও কোনও একটা বিধানসভা আসন থেকে জয়ী হয়ে আসতেই হবে।

দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রটি মূলত তার ঘাঁটি হিসেবেই পরিচিত। তবে বিগত বিধানসভা নির্বাচনে ‘জেদের বশে’ শুভেন্দুর সঙ্গে লড়তে গিয়ে হেরে যান নন্দীগ্রামে। এই ভবানীপুর আসনে জয়লাভ করেন বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়।

মমতার কথা বিবেচনা করে পরে পদত্যাগ করেন তিনি। সেই শূন্য আসনেই এখন লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিদ্বন্দ্বী বিজেপির যুবনেত্রী ও আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।

গত ৩০ সেপ্টেম্বর ভবানীপুর সহ এই তিনটি আসনে ভোট গ্রহণ করা হয়।আনন্দবাজার।

জাগরণ/এসএসকে