• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১, ১১:০৩ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৩, ২০২১, ১১:০৩ এএম

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প
ফাইল ফটো

নিজের টুইটার অ্যাকাউন্ট ফিরে পাওয়ার জন্য কেন্দ্রীয় আদালতের এক বিচারকের শরণাপন্ন হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শুক্রবার (১ অক্টোবর) এক আবেদনে টুইটারের উপর চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি। ফ্লোরিডার মিয়ামির আদালতে সামাজিক মাধ্যমটির বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞারও আবেদন জানান ট্রাম্প। 

চলতি বছরের জানুয়ারিতে সংঘাত উস্কে দেয়ার অভিযোগে ট্রাম্পের অ্যাকাউন্ট বাতিল করা হয়।

আবেদনে ট্রাম্প বলেন, মার্কিন কংগ্রেসের আইন প্রণেতাদের চাপে অ্যাকাউন্ট বাতিলে বাধ্য হয় টুইটার। ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার পর টুইটার সহ বেশ কয়েকটি সামাজিক মাধ্যম ট্রাম্পকে নিষিদ্ধ করে। 

এসব মাধ্যম ব্যবহার করে নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে মিথ্যাচারও করেন তিনি। তবে তার এসব অভিযোগ প্রত্যাখ্যান করে দিয়েছেন আদালতসহ সংশ্লিষ্টরা।

টুইটার কর্তৃপক্ষ জানায়, ট্রাম্পের এই উত্তেজনা ছড়ানো কথাবার্তা তাদের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। তাই তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।

জাগরণ/এমএ