• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১, ১২:২০ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৩, ২০২১, ১২:২০ পিএম

বড় ব্যবধানে জয়ের আশা মমতার

বড় ব্যবধানে জয়ের আশা মমতার
ফাইল ফটো

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দোপাধ্যায় থাকছে কি না, তা জানা যাবে আজ-ই। এরই মধ্যে শুরু হয়েছে উপনির্বাচনের ভোট গণনা।

এরই মধ্যে ২৭ হাজার ৫০২ ভোটে এগিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে এলগিন রোডের শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে ভোট গণনা শুরু হয়। গণনাকেন্দ্রে বিশৃঙ্খলা এড়াতে ভোর ৫ টা থেকে জারি আছে ১৪৪ ধারা। 

জঙ্গিপুর ও সমসেরগঞ্জ আসনে নির্বাচনের ভোট গণনা শুরু হলেও সবার নজর ভবানীপুরে। কারণ এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল নেত্রী মমতা। ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়েছে ৫৭ শতাংশের সামান্য বেশি। 

গত ২৬ এপ্রিলের বিধানসভা ভোটে এই কেন্দ্রে ভোট পড়েছিল প্রায় ৬২ শতাংশ। তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জয়ী হন ২৮ হাজার ৭১৯ ভোটের ব্যবধানে।

২০১১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই কেন্দ্রেই উপনির্বাচনে জিতে আসেন মমতা। ভোট পড়েছিল ৪৫ শতাংশেরও কম। মমতা জিতেছিলেন ৫৪ হাজারের কিছু বেশি ভোটে। ভবানীপুরে এ বার মোট প্রার্থীর সংখ্যা ১২।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস।

ভোটের ফলাফলের দিকে তাকিয়ে গোটা পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী থাকতে হলে মমতার জয়ী হওয়া ছাড়া বিকল্প নেই।

জাগরণ/এসএসকে