• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১, ১১:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৮, ২০২১, ১১:৫৭ পিএম

লিবিয়ায় এক সপ্তাহে ৫ হাজার অভিবাসনপ্রত্যাশী গ্রেফতার

লিবিয়ায় এক সপ্তাহে ৫ হাজার অভিবাসনপ্রত্যাশী গ্রেফতার
সাম্প্রতিক ছবি

গেল এক সপ্তাহে সাঁড়াশি অভিযান চালিয়েছে, লিবিয়ায় ৫ হাজার অভিবাসনপ্রত্যাশীকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, মানবপাচারকারীদের হাতে কিছু বন্দি গুরুতর শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হচ্ছে অভিযোগ ওঠার পর এই অভিযান চালানো হয়।

শুক্রবার (৮ অক্টোবর) এই তথ্য জানিয়েছে আরব নিউজ।

গ্রেফতাররা আফ্রিকার বিভিন্ন দেশের, যাদের অনেকেই যুদ্ধ এবং নির্যাতন থেকে বাঁচার জন্য পালিয়ে এসেছে বলে জানিয়েছে লিবিয়ান কর্তৃপক্ষ। অভিবাসনপ্রত্যাশীদের চিকিৎসা সহায়তাদানকারী দাতব্য প্রতিষ্ঠান এমএসএফ এতে সংকটে পড়েছে।

সোমবার (৪ অক্টোবর) থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলির বন্দি কেন্দ্রে মানুষের সংখ্যা তিনগুণেরও বেশি হয়ে গেছে। একটি বন্দিকেন্দ্রে ৫৫০ জনের বেশি নারী রাখা হয়েছে। একই সেলের মধ্যে গর্ভবতী নারী, শিশু এমনকি নবজাতক শিশুকেও রাখা হয়েছে। যা অত্যন্ত ঝুঁকির।

জাগরণ/এসএসকে