• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ১১:১৩ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১০, ২০২১, ১১:১৩ এএম

কন্টেইনার থেকে ১২৬ অভিবাসী উদ্ধার

কন্টেইনার থেকে ১২৬ অভিবাসী উদ্ধার
সংগৃহীত ছবি

মানবপাচারকারী চক্রের ফেলে যাওয়ার কন্টেইনার থেকে ১২৬ অভিবাসীকে উদ্ধার করেছে গুয়েতমালার পুলিশ।

কন্টেইনারের ভেতর থেকে চিৎকার শোনার পর তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অভিবাসীদের গুয়েতমালার মাইগ্রেশন ইন্সটিটিউটে রাখা হবে। 

এসব অভিবাসী তাদের মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য দালাল চক্রকে অর্থ দিয়েছিলেন। ১২৬ জনের মধ্যে ১০০ এর বেশি অভিবাসী হাইতির। নেপাল ও ঘানার নাগরিকও রয়েছে। 

অভিবাসীদের প্রথমে মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে নিয়ে আসা হয়। সেখান থেকে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে পৌঁছানোর চেষ্টা করেন দালালরা। এখন অভিবাসীদের ফের হন্ডুরাসে ফেরত পাঠানো হবে। বিবিসি।

জাগরণ/এসএসকে