• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১, ১১:৩৫ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৬, ২০২১, ১১:৩৫ এএম

ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো বাইডেন প্রশাসন

ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো বাইডেন প্রশাসন
প্রতীকী ছবি

এবার পর্যটকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র। যে সব ভ্রমণকারীরা করোনাভাইরাস (কোভিড-১৯) দুই ডোজ টিকা নিয়েছেন আগামী (৮ নভেম্বর) থেকে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে আর বাধা নেই।

শুক্রবার (১৫ অক্টোবর) এক ঘোষণায়  হোয়াইট হাউস এ বিষয়টি নিশ্চিত করেছে। 

যুক্তরাষ্ট্রে ভ্রমণের ৭২ ঘণ্টা আগে যাদের করোনা টেস্টের ফলাফল নেগেটিভ থাকবে তারাই প্রবেশ করতে পারবেন।

করোনা টেস্টের পাশাপাশি কোভিড সনদকেও বাধ্যতামূলক করেছে বাইডেন প্রশাসন। অর্থাৎ যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় কোভিড সনদ থাকতে হবে। 

এর আগে করোনার মহামারীর কারণে ২০২০ সালের মার্চ মাস থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ভ্রমণকারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিলো। 

বিশেষ করে যারা ব্রিটেন, ইউরোপের একাধিক দেশ, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান ও ব্রাজিলে ছিলেন তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। ৮ নভেম্বর থেকে এই নিষেধাজ্ঞা আর বহাল থাকছে না। দুই ডোজ টিকা থাকলেই বিধিনিষেধের আওতায় পড়তে হবে না। 

বিশ্বে যতো লোক করোনায় সংক্রমিত হয়েছেন, একক দেশ হিসেবে তার মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে আমেরিকায়। 

দেশটিতে বিভিন্ন সময়ে এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন চার কোটি ৫৭ লাখ ৩৮ হাজার পাঁচশ' ৮৫ জন। এর মধ্যে সাত লাখ ৪৩ হাজার আটশ' ৮০ জনের মৃত্যু হয়েছে। 

জাগরণ/এসএসকে