• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১, ১১:৫৭ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৬, ২০২১, ১১:৫৭ এএম

আফগানিস্তানের বিস্ফোরণে নিহত বেড়ে ৪৭, আইএসের দায় স্বীকার

আফগানিস্তানের বিস্ফোরণে নিহত বেড়ে ৪৭, আইএসের দায় স্বীকার
সংগৃহীত ছবি

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরে একটি শিয়া মসজিদে বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। আহত হয়েছেন কমপক্ষে ৭০ জন।

শিয়াদের সবচেয়ে বড় মসজিদ বিবি ফাতেমা মসজিদে শুক্রবার (১৫ অক্টোবর) এই বিস্ফোরণের ঘটনা ঘটে।  

এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএসের আফগান শাখা (আইএস-কে)। 

হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে আইএসের খোরাসান শাখা (আইএস-কে) জানায়, এ আত্মঘাতী হামলার ঘটনা তারা ঘটিয়েছে। প্রথমজন মসজিদের বারান্দায় আর দ্বিতীয়জন মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার কান্দাহার এলাকায় শিয়া মুসলিমদের সবচেয়ে বড় মসজিদে একাধিক বিস্ফোরণ ঘটে। 

তালেবানের সংস্কৃতি ও তথ্য বিভাগের কান্দাহার শাখার প্রধান হাফিজ সায়িদ ও সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাইদ খোস্তি দুজনেই এ হামলার খবর নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সায়িদ খোস্তি এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘কান্দাহারে শিয়াদের একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে জেনে আমরা খুবই দুঃখিত। সেখানে আমাদের বেশ কয়েকজন স্বদেশী শহীদ ও আহত হয়েছেন।’ আল জাজিরা।

জাগরণ/এমএ

এরইমধ্যে তালেবানের বিশেষ বাহিনী ওই এলাকায় পৌঁছেছে এবং দুষ্কৃতদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে বলেও জানান সায়িদ খোস্তি।