• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ১০:৪২ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২১, ২০২১, ১০:৪২ এএম

তালেবানের পক্ষ নিল ভারত চীনসহ ১০ দেশ

তালেবানের পক্ষ নিল ভারত চীনসহ ১০ দেশ
সংগৃহীত ছবি

আফগানিস্তানের নতুন তালেবান শাসকরা মস্কোতে এক আলোচনায় ১০টি আঞ্চলিক শক্তির সমর্থন পেয়েছে।

বুধবার (২০ অক্টোবর) রাশিয়ার আমন্ত্রণে ভারত, পাকিস্তান, ইরান, চীন সহ ১০টি আঞ্চলিক শক্তি তালেবানের সঙ্গে বৈঠকে মিলিত হয়।

ওই বৈঠকে আফগানিস্তানে মানবিক সাহায্যার্থে জাতিসংঘকে ‘দাতা সম্মেলন’ আয়োজন করতে তালেবানকে সমর্থন দেয়ার কথা জানিয়েছে।

বৈঠকে আরও অংশ নেয়- সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত কাজাখিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কিমেনিস্তান ও উজবেকিস্তান।

ভারত, চীন, ইরান সহ এই দেশগুলো যৌথভাবে জাতিসংঘকে আফগানিস্তানে মানবিক সহায়তার্থে অবিলম্বে দাতা সম্মেলন আয়োজন করার আহ্বান জানাতে সম্মতি প্রকাশ করেছে। মস্কোতে তালেবানের সঙ্গে বৈঠকে অংশ নেয়া দেশগুলো বলছে, যারা বিগত ২০ বছর ধরে আফগানিস্তানে ছিল অর্থাৎ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলোকে আফগানিস্তানের বোঝা বহন করা উচিত।

যদিও এই বৈঠকে যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানিয়েছিল রাশিয়া। কিন্তু কারিগরি ত্রুটির কথা জানিয়ে ওয়াশিংটন বৈঠকে অংশ নেয়নি। তবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র এ ধরনের বৈঠকে অংশ নেবে বলে জানিয়েছে। 

আফগানিস্তানে অস্থিরতা আঞ্চলিক অস্থিতিশীলতা ডেকে আনতে পারে আশঙ্কা করে রাশিয়া ধারাবাহিকভাবে তালেবান সরকারের সঙ্গে যুক্ত থাকার কথা বলছে। তবে গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, তালেবানকে এখনই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছেন না।

জাগরণ/এমএ