• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ১২:৪৬ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৬, ২০২১, ১২:৪৬ এএম

মিয়ানমারে জান্তাবিরোধী লড়াইয়ে ৫০ সেনা নিহত

মিয়ানমারে জান্তাবিরোধী লড়াইয়ে ৫০ সেনা নিহত
সংগৃহীত ছবি

মিয়ানমারে জান্তাবিরোধী প্রতিরোধ জোরদার হয়েছে। দেশটির মান্দালয়, ইয়াঙ্গুন, সেগিং, মাগউই, এয়ারবতি সহ বিভিন্ন শহর এবং কায়াহ ও শান রাজ্যে সেনাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে জান্তাবিরোধী গোষ্ঠীগুলোর। কয়েক দিন ধরে চলা এ লড়াইয়ে ৫০ জনের বেশি সেনা নিহত হয়েছেন।

সোমবার (২৫ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতির এক প্রতিবেদনে এ তথ্য  জানানো হয়েছে। এতে বলা হয়, এ হামলায় হতাহত হয়েছেন বেসামরিক মানুষও।

হঠাৎ ক্যু’তে মিয়ানমারের ক্ষমতা দখলের পর সেনাদের সঙ্গে লড়ে যাচ্ছেন দেশটির বেসামরিক মানুষ। এতে এখন পর্যন্ত ১ হাজার ১০০ জনের বেশি সাধারণ নাগরিক নিহত হয়েছেন। এছাড়া ৮ হাজারের বেশি গ্রেপ্তার হয়েছেন।

মূলত সেনাশাসনের বিরুদ্ধে এবং গণতন্ত্রীপন্থী নেত্রী অং সান সু চিসহ রাজবন্দীদের মুক্তির দাবিতে ‘প্রতিরোধ যুদ্ধ’ চালিয়ে যাচ্ছেন মিয়ানমারের বিক্ষুব্ধ জনতা।

গত ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানে দেশটির ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ওই সময় সু চিসহ নির্বাচিত সরকারের নেতাদের আটক করে ক্ষমতা কুক্ষিগত করে তারা।

জাগরণ/এমএ