• ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১, ০৫:০৭ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৪, ২০২১, ০৫:০৭ পিএম

মহাকাশে যাবেন সমকামী দম্পতি

মহাকাশে যাবেন সমকামী দম্পতি

অ্যাডেলি আর রবি—তাদের স্বপ্ন মহাকাশ ছোঁয়া! সমকামী এই দম্পতি এমন এক স্বপ্ন দেখছেন, যা শুনে অবাক হতে পারেন। এই স্বপ্ন সত্যি করার পথে দিনরাত এক করে খাটছেন তারা।

মহাকাশ ভ্রমণের ইচ্ছে এই দম্পত্তির। তার চেয়েও প্রবল ইচ্ছে, মহাকাশে উদ্দাম যৌনতায় মেতে ওঠা। আর সেই লক্ষ্যেই পথ চলা শুরু করে দিয়েছেন তারা।
 
মার্কিন মহাকাশ সংস্থা নাসা বলছে, এখনও পর্যন্ত মহাকাশে যৌনতায় লিপ্ত হওয়ার ইতিহাস নেই। অ্যাডেলি ও রবি মহাকাশে পৌঁছতে পারলে তারাই হবেন প্রথম দম্পতি, যারা মহাকাশে যৌনতায় লিপ্ত হবেন।

অ্যাডেলি জানিয়েছেন, দুজনেরই আকাশ দেখার শখ। রাতে যখন সব কাজ শেষ হয়ে যায়, দুজনে ছাদে উঠে টেলিস্কোপে চোখ রাখেন। দেখেন বহু দূরের তারা ভরা আকাশ। আর প্রতি বারই পণ করেন, এক দিন যেতেই হবে তারাদের দেশে। সেই পণ এবার পূরণ হওয়ার পথে।

পেশায় ক্যাম মডেল দম্পতি মহাকাশ ভ্রমণের খরচ তোলার জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন। তাদের ইচ্ছের কথা শুনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভক্তরা। এরই মধ্যে তাদের হাতে এসেছে ২০ হাজার ডলার। তাদের লক্ষ্য ২০২৬ সালে ‘স্পেসএক্স’ যে যাত্রিবোঝাই মহাকাশযানে যাত্রী হওয়া।

জাগরণ/এমইউ