• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ১১:৪৯ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৫, ২০২১, ১১:৪৯ এএম

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে ২৭ অভিবাসীর মৃত্যু

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে ২৭ অভিবাসীর মৃত্যু
ফাইল ফটো

ব্রিটেন যাওয়ার পথে ইংলিশ চ্যানেলে ২৭ জন অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে গেছে বলে জানিয়েছে ফ্রান্স। নৌকায় থাকা সব যাত্রীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (২৪ নভেম্বর) ক্যালের কাছে এ ঘটনা ঘটে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ছয়জন নারী এবং একজন শিশু রয়েছে।

এ দুর্ঘটনায় জড়িত সন্দেহে চার মানব পাচারকারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। 

পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম জলপথগুলোর মধ্যে একটি ইংলিশ চ্যানেল। এটি দিয়ে প্রায়ই মানব পাচারকারীরা অভিবাসন প্রত্যাশীদের অবৈধভাবে পাচার করে থাকে। 

এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মানব পাচারকারীদের ধরতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর প্রতি আহবান জানিয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে ফ্রান্সে বিরুদ্ধে হাজার হাজার অভিবাসীকে বিনা বাধায় ইংলিশ চ্যানেল পাড়ি দিতে দেয়ার অভিযোগ করেছে ব্রিটেন। 

অভিবাসন ইস্যুকে রাজনীতিকীকরণ করা থেকে বিরত থাকতে ব্রিটেনের প্রতি আহবান জানিয়েছেন ম্যাক্রোঁ। 

জাগরণ/এসএসকে