• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ০১:২৬ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১, ২০২১, ০৭:৩০ এএম

ওমিক্রন আতঙ্কে বিশ্ব পুঁজিবাজারে মন্দা

ওমিক্রন আতঙ্কে বিশ্ব পুঁজিবাজারে মন্দা
প্রতীকী ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯)-এর নতুন ধরন ওমিক্রনের প্রভাব পড়েছে বিশ্ব পুঁজিবাজারেও।

মঙ্গলবার (৩০ নভেম্বর) আন্তর্জাতিক পুঁজিবাজারের প্রায় সব  সূচক ছিল নিম্নমুখী।

ওমিক্রন আতঙ্কের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এশিয়ার পুঁজিবাজারে।দক্ষিণ কোরিয়ার কসপির সূচক পতন হয়েছে ২ দশমিক ৪ শতাংশ। জাপানের নিক্কেই ২২৫’র সূচক নেমেছে ১ দশমিক ৬ শতাংশ।একই অবস্থা হংকংয়ের হ্যাং সেং ইনডেক্সেরও। তবে সাংহাই কম্পোজিটের অবস্থা স্থিতিশীল রয়েছে।

এশিয়ার পরই বাজে অবস্থা আমেরিকার পুঁজিবাজারের। মার্কিন ডো জোনস সূচক দর হারিয়েছে ১ শতাংশ। এসঅ্যান্ডপি ৫০০’র সূচক পড়েছে ০.৮ শতাংশ। আর নাসডাকের সূচক কমেছে প্রায় ০.৪ শতাংশ।

এশিয়া-আমেরিকার মন্দা হাওয়া লেগেছে ইউরোপের পুঁজিবাজারেও। এ অঞ্চলের স্টোকস ৬০০ সূচক ছিল শূন্য দশমিক ৬ শতাংশ কম।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ওমিক্রনের ফলে করোনা মহামারি দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। চাকরি বাজারে অস্থিরতা সৃষ্টি হবে। প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি তেলের দাম কমবে। বিশ্ব পুঁজিবাজারেরও মন্দাভাব বিরাজ করবে।

জাগরণ/এসএসকে