• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ১২:৫৭ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২, ২০২১, ১২:৫৭ এএম

নির্বাচনী বিতর্কের আগেই করোনা আক্রান্ত হন ট্রাম্প!

নির্বাচনী বিতর্কের আগেই করোনা আক্রান্ত হন ট্রাম্প!
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ● ফাইল ফটো

মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে ২০২০ সালে জো বাইডেনের বিপক্ষে প্রেসিডেন্সিয়াল বিতর্কের তিনদিন আগে ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস (কোভিড-১৯)-এ আক্রান্ত হয়েছিলেন বলে নতুন এক বইয়ে দাবি করা হয়েছে। 

‘দ্যা চিফস চিফ’ নামে বইটি লিখেছেন ডোনাল্ড ট্রাম্পের চিফ অফ স্টাফ মার্ক মেডোজ।

আগামী সপ্তাহে বইটি প্রকাশ হওয়ার আগেই এর একটি কপি পেয়েছে দ্যা গার্ডিয়ান পত্রিকা। তারাই এই তথ্য প্রকাশ করেছে। 

২০২০ সালের ২৬ সেপ্টেম্বর হোয়াইট হাউজের রোজ গার্ডেনে এক অনুষ্ঠানের আয়োজন করেন ট্রাম্প। পরে এই অনুষ্ঠানটি একটি ‘সুপার স্প্রেডার ইভেন্ট’ হিসেবে চিহ্নিত করা হয়। সেখানে অংশ নেয়া অনেকেই পরে করোনায় আক্রান্ত হন। 

আর সেদিনই ট্রাম্পের করোনা পজিটিভের রিপোর্ট এসেছিল বলে জানিয়েছেন মেডোজ। এর পরই পেনসিলভ্যানিয়াতে এক র‍্যালিতে অংশ নিতে যান ট্রাম্প। 

বুধবার (১ ডিসেম্বর) এই দাবিকে নাকচ করে বিবৃতিও দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘বিতর্কের আগে বা পরে আমার করোনায় আক্রান্ত হওয়ার যে খবর প্রকাশিত হয়েছে তা একদমই মিথ্যা। বিতর্কের আগে পরীক্ষা করে দেখা গেছে আমার তখন করোনা হয়নি।’ গার্ডিয়ান।

জাগরণ/এসএসকে