• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২১, ১২:৪৮ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৭, ২০২১, ০৬:৪৯ এএম

শ্বাসনালিতে দ্রুত বিস্তার করে ওমিক্রন

শ্বাসনালিতে দ্রুত বিস্তার করে ওমিক্রন

করোনাভাইরাস (কোভিড-১৯)-এর নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে ইতিমধ্যেই উৎকণ্ঠায় বিশ্ব। এরই মধ্যে ওমিক্রন নিয়ে নতুন এক তথ্য দিলেন বিজ্ঞানিরা।

গবেষকরা জানালেন ফুসফুসের ভেতরে খুব ধীর গতিতে ছড়ালেও শ্বাসনালিতে দ্রুত বিস্তার লাভ করে করোনার এই ধরনটি।

বুধবার (১৫ ডিসেম্বর) এ তথ্য প্রকাশ করে বিজ্ঞানীরা।

গবেষণা দলের প্রধান হংকং ইউনিভার্সিটির অধ্যাপক ডা. মাইকেল চান চি-ওয়াই বলেন, করোনার আগের ধরন ডেলটার চেয়ে ওমিক্রন ৭০ গুণ বেশি মাত্রায় শ্বাসনালির কোষগুলোতে বিস্তার ঘটায়। মানুষকে দ্রুত সংক্রমিত করার মধ্যে দিয়ে ওমিক্রনের জীবাণু অনেক সময় প্রাণঘাতী হয়ে ওঠতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্পাইক প্রোটিনে ৩০ বারের বেশি মিউটেশনের মধ্যে দিয়ে করোনাভাইরাসের নতুন ধরনটি তৈরি হয়েছে। সামগ্রিকভাবে এই ধরনটির মিউটেশন হয়েছে ৫০ বারের বেশি।

ডা. মাইকেল চান চি-ওয়াই আরও বলেন, ওমিক্রনের ভয়াবহতা কেবল সংক্রমণের মাত্রার ওপর নির্ভরশীল নয়। আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতাও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রয়টার্স।

জাগরণ/এসএসকে