• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ০২:৫৫ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২০, ২০২২, ০৮:৫৫ এএম

এলাহি কাণ্ড বটে

হবু জামাইকে আপ্যায়নে ৩৬৫ পদের খাবার

হবু জামাইকে আপ্যায়নে ৩৬৫ পদের খাবার

ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের এক পরিবার জামাই আপ্যায়ন করে সবাইকে তাক লাগিয়েছে। হরেক রকম পদ সাজিয়ে ৩৬৫ পদের খাবারের আয়োজন করেছে তাদের হবু জামাইয়ের জন্য। 

খাবারের এই বিশাল আয়োজন করা হয়েছে মকরসংক্রান্তির ভোগী-সংক্রান্তি-কানুমা উত্সব উপলক্ষে। প্রতিবছরই এ উত্সব পালন করা হয়।

হবু জামাইয়ে জন্য ভোজের আয়োজন করেছে রাজ্যের পশ্চিম গোদাবরি জেলার নারসাপুরাম জেলার এক পরিবার। ওই পরিবারের এক সদস্য বলেন, ‘হবু জামাইয়ের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করতেই ৩৬৫ পদের খাবার রান্না হয়েছে। বছরের ৩৬৫ দিন বিবেচনায় রেখেই খাবারের পদের এই সংখ্যা।’

খাবারের এই বিশাল আয়োজনে বাদ ছিল না কিছুই। শুধু তরকারিই ছিল প্রায় ৩০ পদের।  গোদাবরির ঐতিহ্যবাহী মিষ্টি, বিরিয়ানি, ফল, বিস্কুট, পিঠা ও পানীয়ের কোনও অভাব ছিল না।

হবু ওই জামাইয়ের নাম শ্রীকৃষ্ণ। শিগগিরই তিনি গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন কুন্দাভি নামের এক নারীর সঙ্গে। কুন্দাভির বাবা আত্মাম ভেঙ্কাটেশ্বর রাও পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী। শ্রীকৃষ্ণকে আপ্যায়নে ভোজের আয়োজন করেছেন তার হবু স্ত্রীর দাদা আচান্ত গোবিন্দ ও দাদি নাগামনি। এএনআই।

জাগরণ/এসএসকে