• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ০২:৩০ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৬, ২০২২, ০৮:৩৩ পিএম

পদ্মভূষণ পুরষ্কার প্রত্যাখ্যান করলেন বুদ্ধদেব ভট্টাচার্য

পদ্মভূষণ পুরষ্কার প্রত্যাখ্যান করলেন বুদ্ধদেব ভট্টাচার্য
ফাইল ফটো।

নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকারের দেয়া পদ্মভূষণ পুরষ্কার প্রত্যাখ্যান করেছেন পশ্চিমবঙ্গের শেষ বামপন্থি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গতকাল রাতে পুরষ্কার প্রাপ্তদের তালিকা প্রকাশের পরপরই ভারতের এই প্রবীণ নেতা তার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।
এর আগে গতকাল বিকেলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়কে ফোন করে তার সম্মতি চাওয়া হয়েছিল। তিনি তার অসম্মতির কথা জানিয়ে দেন।

এবার পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী- এই তিন ক্যাটাগরিতে ১২৮ জন বিশিষ্ট নাগরিককে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ, প্রায়ত জেনারেল বিপিন রাওয়াত, প্রযুক্তিবিদ সুন্দর পিচাই ও সত্য নাদেলা, করোনা টিকা উদ্ভাবনে বিশেষ অবদান রাখা সাইরাস পুনাওয়ালা, কৃষ্ণা এলা, সুচিত্রা এলা, সংগীতশিল্পী সনু নিগম প্রমুখ।

 

 

এসকেএইচ//