• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ১২:৩৭ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৮, ২০২২, ১২:৩৭ এএম

চিপসের প্যাকেট দিয়ে শাড়ি

চিপসের প্যাকেট দিয়ে শাড়ি
সংগৃহীত ছবি

ভারতীয় এক নারী চিপসের প্যাকেট দিয়ে তৈরি করেছে শাড়ি।

ইন্সটাগ্রামে ভাইরাল হওয়া ভিডিওটি দেখে ফলোয়াররা দ্বিধায় পড়েছেন এই ধারণাটির প্রশংসা করবেন না কি ভর্ৎসনা!

চিপসের প্যাকেট দিয়ে বানানো শাড়ির ভিডিওটি এনডিটিভির প্রতিবেদনে প্রকাশ করা হয়।

মুখরোচক খাবার হিসেবে শিশু থেকে প্রাপ্তবয়স্ক সকলেরই পছন্দের তালিকায় রয়েছে চিপস। ভ্রমণে, আড্ডায় কিংবা যেকোনো খাবারের সাইড ডিশ হিসেবেও অনেকের কাছে এর বেশ কদর রয়েছে। চিপস খাওয়া শেষে এর প্যাকেট আমরা ফেলে দেই।

তবে সম্প্রতি ইন্সটাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে এক নারী দেখিয়েছেন, চিপসের প্যাকেট ফেলে না দিয়ে তা কীভাবে ব্যবহার করা যায়।

চিপসের প্যাকেট দিয়ে তিনি বানিয়েছেন শাড়ি। যেটাকে অনেকে বলছে খুবই জ্ঞানীর মতো কাজ, আবার কেউ বলছে সত্যিকার অর্থে খুব উদ্ভট!

বিবাডাসডটইন নামের নারীদের কন্টেন্ট প্রমোটকারী একটি সাইট সর্ব প্রথম ভিডিওটি আপলোড করে ইন্সটাগ্রামে। যদিও এর মূল ভিডিওটি আপলোড করে মায়েডটকোডট ইন নামের ওয়েবসাইট।

ভিডিওটি দেখেছেন কয়েক লাখ দর্শক। ভিডিওটি লাইক করেছেন কয়েক হাজার জন। ভিডিওটিতে এসেছে অনেক কমেন্ট, যা থেকে বোঝা যায় ভিউয়াররা দুটি ভাগে ভাগ হয়ে গেছেন। এক ভাগে রয়েছেন যারা ভিডিওটি পছন্দ করেছেন, অন্য ভাগে রয়েছেন বিরোধীরা। এনডিটিভি।

জাগরণ/এসএসকে/এমএ