• ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২, ০৪:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২২, ০৪:৪৬ পিএম

শ্রেণিকক্ষে দুই ছাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

শ্রেণিকক্ষে দুই ছাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

ভারতের পশ্চিমবঙ্গের একটি স্কুলের শ্রেণিকক্ষে প্রথম বেঞ্চে বসা নিয়ে দুই ছাত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হাওড়ার জগদীশপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, প্রথম বেঞ্চে বসা নিয়েই বিতর্কের সূত্রপাত। তবে এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কিছু জানায়নি।

জানা গেছে, হাওড়ার জগদীশপুর গার্লস হাইস্কুলের একাদশ শ্রেণির দুই ছাত্রীর মধ্যে ক্লাসের মধ্যেই হাতাহাতি, চুলোচুলির ঘটনা ঘটে। আর সেই ঘটনাটি ক্লাসের অন্য এক ছাত্রী মোবাইলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। ভিডিওটি ভাইরাল হতেই ওই দুই ছাত্রীকে চিহ্নিত করে কড়া বার্তা দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক দেবদাস কুমার।

তিনি বলেন, দুই ছাত্রী কেন এভাবে মারামারি করল সে বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের অভিভাবকদেরও ডেকে পাঠানো হয়েছে। তাদের সঙ্গে কথা বলেই ওই দুই ছাত্রীর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ করা হবে।

ইতোমধ্যে ঘটনাটি নিয়ে স্কুল কমিটির সঙ্গে একটি বৈঠক হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক দেবদাস কুমার।

সূত্র: এই সময়, আনন্দবাজার পত্রিকা
ইউএম