• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০১:২৮ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০১:২৮ এএম

ডেকে নিয়ে নারীকে গণধর্ষণ

ডেকে নিয়ে নারীকে গণধর্ষণ
সংগৃহীত ছবি

চাকরি দেয়ার কথা বলে ভারতের রাজধানী দিল্লি থেকে রাজস্থানে ডেকে নিয়ে এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) এই তথ্য জানান রাজস্থানের চুরু শহরে পুলিশ কর্মকর্তা মমতা সারাশ্বাত।

তিনি জানান, চাকরি দেয়ার কথা বলে দিল্লি থেকে চার যুবক ২৫ বছর বয়সী ওই নারীকে ডেকে নিয়ে আসে। পরে তাকে বন্দি করে ধর্ষণ করে এবং হাত-পা বেঁধে অজ্ঞান অবস্থায় ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেয়।

কিন্তু একটি খুঁটির সঙ্গে দড়ি বেধে যাওয়ায় মেয়েটি প্রাণে রক্ষা পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে।

এই ঘটনায় একটি সরকারি হাসপাতালে ভুক্তভোগী নারীর মেডিক্যাল চেকআপ করানো হয়েছে। ভুক্তভোগীর দেয়া বক্তব্যের ওপর ভিত্তি করে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

জাগরণ/আন্তর্জাতিক/এমএ/এসএসকে