• ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ১২:২৮ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২২, ১২:২৮ পিএম

‘পুতিন ইউক্রেনের পতন ঘটাতে চায়’

‘পুতিন ইউক্রেনের পতন ঘটাতে চায়’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সরকারের পতন ঘটাতে চায় বলে মনে করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ব্রিটিশ গণমাধ্যমে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাশিয়া পরিকল্পনার অংশ হিসেবে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোয় উত্তর, পূর্ব ও দক্ষিণ দিক থেকে হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, রাশিয়া ইউক্রেনের বাইরেও হামলা চালাতে পারে। তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ন্যাটো সদস্যদের রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, ন্যাটোর এক সদস্যের ওপর হামলা মানে এর সব সদস্যের ওপর হামলা।

জাগরণ/আরকে