
বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে শরীরে শূকরের হার্ট প্রতিস্থাপন করা ব্যক্তি মারা গেছেন।
জেনেটিক্যালি-মডিফাই করা একটি শূকরের হার্ট ওই ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করা হয়েছিল।
ডেভিড বেনেট নামের ওই ব্যক্তির হার্টের রোগ ছিল। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জটিল অপারেশনের পর তার দেহে শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল। হৃদপিণ্ড প্রতিস্থাপনের পর দুই মাস বেঁচে ছিলেন তিনি।
বেনেটের ডাক্তার বাল্টিমোর বলেন, কয়েক দিন আগে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। ৫৭ বছর বয়সী বেনেটের মৃত্যু হয় মঙ্গলবার (৮ মার্চ)।
এই সার্জারি যে ঝুঁকিপূর্ণ তা জানতেন বেনেট। অপারেশনের আগে তিনি বলেছিলেন, এটি ‘অন্ধকারে তীর ছোড়ার’ মতো একটি বিষয়।
মার্কিন মেডিকেল নিয়ন্ত্রক সংস্থার বিশেষ অনুমতি নিয়ে ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মেডিকেল সেন্টারের ডাক্তাররা এই অপারেশন করেন। বেনেটের দেহে শূকরের হার্ট প্রতিস্থাপন করা ছাড়া আর কোনো বিকল্প নেই এবং এটি না করলে তিনি মারা যাবেন, এমন শর্তের কারণে এই অপারেশনের অনুমোদন দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা।
অপারেশনের দেড় মাস আগে থেকেই শয্যাশায়ী ছিলেন বেনেট। ওই সময় মেশিনের সাহায্যে বাঁচিয়ে রাখা হয়েছিল তাকে।
জাগরণ/আন্তর্জাতিক/বিশ্বস্বাস্থ্য/এসএসকে