
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর কারণে মারা যাওয়া মানুষের সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে প্রায় তিন গুণ বেশি হতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।
নতুন গবেষণা প্রতিবেদনটি ১০ মার্চে প্রকাশিত হয়েছে ‘দ্যা ল্যানসেট’ সাময়িকীতে। এতে বলা হয়েছে, ২০২১ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত পৃথিবীতে করোনায় মৃতের সংখ্যা ১ কোটি ৮০ লাখ হতে পারে। মৃত্যুর এই সংখ্যা সরকারি হিসাবে ৫৯ লাখ থেকে অনেক বেশি।
মৃত্যু সংখ্যা নিয়ে এমন বড় ধরনের পার্থক্যের কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন দেশের অপর্যাপ্ত তথ্য, সঠিক হিসাব না থাকা এবং লাগসই চিকিৎসা ব্যবস্থাপনা না থাকা।
ল্যানসেটে দাবি করেছে, বিশ্বে করোনায় মোট যত মানুষের প্রাণ গেছে তার ২২ শতাংশই ভারতে মারা গেছেন। অর্থাৎ বিশ্বের মোট মৃত্যুর এক চতুর্থাংশ ভারতেই মারা গেছেন।
ল্যানসেটের তথ্য অনুযায়ী, করোনায় ৪০ লক্ষের ওপর মানুষ মারা গেছে শুধু ভারতেই। যদিও দেশটির সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা এভন পর্যন্ত পাঁচ লাখের কিছু বেশি।
জাগরণ/বিশ্বস্বাস্থ্য/করোনাভাইরাসপরিস্থিতি/এমএ