• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২২, ০৫:১৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৪, ২০২২, ০৫:১৩ পিএম

ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১৫

ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১৫
সংগৃহীত ছবি

ফিলিপাইনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মেগির আঘাতে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১৫ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১৫০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে দেশটির সরকার। 

সোমবার (১১ এপ্রিল) থেকে প্রবল বর্ষণের কারণে দেশটিতে এ প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়।

কর্তৃপক্ষ বলছে, চলতি বছর দ্বীপ রাষ্ট্রটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় মেগি। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। দেশটিতে প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার লোক বিভিন্ন আশ্রয় কেন্দ্রে চলে যেতে বাধ্য হন। 

বেবে সিটি দুর্যোগ কর্মকর্তা রিজ অস্টারো বলেন, এ প্রাকৃতিক দুর্যোগে মধ্য প্রদেশ লেতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝড়বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় অসংখ্য ঘরবাড়ি পানিতে ডুবে যায়, ফসলের মাঠ প্লাবিত হয়, সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সরকারি পরিসংখ্যান বলছে, দুর্যোগ কবলিত বিভিন্ন গ্রাম থেকে আরও লাশ উদ্ধার হওয়ায় মৃতের এ সংখ্যা বাড়ছে। নতুন করে উদ্ধার করা লাশগুলো কাদামাটির নিচে চাপা পড়া অবস্থায় ছিল। 

জাগরণ/আন্তর্জাতিক/কেএপি