
রানি এলিজাবেথের মৃত্যুর পর শুক্রবার (৯ সেপ্টেম্বর) বালমোরাল প্রাসাদ থেকে লন্ডনের বাকিংহাম প্যালেসে ফেরেন নতুন রাজা চার্লস। এসময় তার পাশে ছিলেন স্ত্রী ও কুইন কনসোর্ট ক্যামিলা। রাজা হিসেবে প্রথমদিন বেশ ব্যস্তই কাটিয়েছেন চার্লস।
বালমোরাল প্রাসাদ ত্যাগের সময় গাড়িতে চিন্তামগ্ন তৃতীয় চার্লস
কালো স্যুট পরিহিত চার্লস অ্যাবারডিন বিমানবন্দরে বিমানে উঠছেন
রয়্যাল লিমোজিনে আরএএফ নর্থোল্ট থেকে বাকিংহাম প্রাসাদের দিকে যাচ্ছেন চার্লস
বাকিংহাম প্রাসাদে নতুন রাজা ও কুইন কনসোর্টকে অভ্যর্থনা জানাচ্ছে জনতা
প্রাসাদের ফটকের বাইরে সাধারণ জনগণের সাথে আলাপচারিতায় চার্লস
রানির প্রতি অর্পিত ফুল ও শ্রদ্ধ্যার্ঘ্য দেখছেন চার্লস ও ক্যামিলা
রাজা ও কুইন কনসোর্ট হিসেবে প্রথমবারের মতো বাকিংহামে প্রবেশ
প্রাসাদে ফিরেই নতুন প্রধানমন্ত্রীর সাথে নতুন রাজার সাক্ষাৎ
রাজা হিসেবে জাতির উদ্দেশ্যে চার্লসের প্রথম ভাষণ
জাগরণ/আন্তর্জাতিক/এসএসকে