• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ১২:১৮ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৩, ২০২২, ১২:১৮ এএম

৬০০ টাকা দিলেই থাকা যাবে জেলে

৬০০ টাকা দিলেই থাকা যাবে জেলে
প্রতীকী ছবি

স্থানীয় পর্যটন খাতকে আরও চমকপ্রদ করতে নতুন উদ্যোগ নিয়েছে ভারতের উত্তরাখণ্ড সরকার। সেখানকার কুমায়ুনের হলদোয়ানি জেলে শুরু হচ্ছে বিশেষ জেল ট্যুরিজম। এর মাধ্যমে পর্যটকরা জেলজীবনের স্বাদ ভোগ করতে পারবেন।

একদিনের জন্য খরচ পড়বে মাত্র ৫০০ রুপি (বাংলাদেশে ৬২০ টাকা)।

জেলে ঢোকার সময় পর্যটকদের দেয়া হবে বন্দিদের পোশাক। সেই পোশাকই পরতে হবে। লকারে রেখে যেতে হবে মোবাইলসহ যাবতীয় জিনিসপত্র। সংগ্রহ করতে হবে থালা, কম্বলসহ প্রয়োজনীয় জিনিসপত্র। এগুলো নিয়ে ২৪ ঘণ্টা থাকতে হবে ছোট কুঠুরিতে।

কারাবন্দিরা যেমন খাবার খান, পর্যটকদেরও তা-ই দেয়া হবে। তবে কেউ যদি কয়েক ঘণ্টা থাকার পরই হাঁপিয়ে ওঠেন, তবে তিনি বেরিয়েও যেতে পারেন। সেক্ষেত্রে ৫০০ রুপি আর ফেরত পাবেন না। কিন্তু তার পরিবর্তে জরিমানা হিসেবে নেয়া হবে আরও ৫০০ রুপি।

যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডেও একদিনের জন্য এভাবে কারাবন্দিদের জীবন-যাপনের সুযোগ রয়েছে। পর্যটন খাতকে শক্তিশালী করতে একই উদ্যোগ নিয়েছে উত্তরাখণ্ড সরকার।

১৯০৩ সালে নির্মাণ হওয়া হলদোয়ানি জেলখানার একটি অস্ত্রাগারও সংস্কারের পর পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে।

জাগরণ/আন্তর্জাতিক/এমএ