• ঢাকা
  • সোমবার, ০৫ জুন, ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২২, ১২:৪৫ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৬, ২০২২, ০৬:৪৫ পিএম

সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখক অ্যানি আরনো

সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখক অ্যানি আরনো
অ্যানি আরনো

এবছর সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন ফরাসি লেখক আনি আরনো। ১৭তম নারী হিসেবে এই পুরস্কার জিতেছেন তিনি।

বৃহস্পতিবার  (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় সুইডেনের স্টকহোমে এক সংবাদ সম্মেলনে পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি। 

সুইডিশ অ্যাকাডেমির পক্ষ থেকে বলা হয়েছে, ‘সাহস ও ব্যবচ্ছেদীয় প্রখরতার সমন্বয়ে ব্যক্তিগত স্মৃতির শেকড়, বিচ্ছিন্নতা ও সম্মিলিত সংযম উন্মোচন করার জন্য’ তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।

অ্যানি আরনো ৩০টিরও বেশি সাহিত্যকর্ম লিখেছেন। নিজের লেখায় ধারাবাহিকভাবে এবং বিভিন্ন কোণ থেকে জীবনে লিঙ্গ, ভাষা ও শ্রেণি সম্পর্কিত বৈষম্যের বিষয়গুলো তুলে ধরেছেন তিনি।

অ্যানি আরনোর জন্ম ১৯৪০ সালের ১ সেপ্টেম্বর। তার সাহিত্য মূলত আত্মজীবনীমূলক ও সমাজবিজ্ঞানের সঙ্গে সম্পৃক্ত। 

আরনো বলেছেন, লেখালেখি একটি রাজনৈতিক কাজ, যা সামাজিক বৈষম্যের প্রতি আমাদের চোখ খুলে দেয়। এই উদ্দেশ্যে তিনি ‘ছুরি’ হিসেবে নিজের ভাষা ব্যবহার করেন, যা তার কল্পনার আবরণ ছিঁড়ে ফেলতে সাহায্য করে।

জাগরণ/আন্তর্জাতিক/এসএসকে