
এবছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের তিন নাগরিক। তারা হলেন- বেন এস বারন্যাঙ্কে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড ও ফিলিপ এইচ ডিবভিগ।
সোমবার (১০ অক্টোবর) বিকেল পৌনে চার্টঅর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স।
ব্যাংক ও অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণার জন্য তাদের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে বলে জানায় নোবেল কমিটি।
বেন এস বারন্যাঙ্কে মার্কিন ফেডারেল রিজার্ভের সাবেক চেয়ারম্যান। ডগলাস ডব্লিউ ডায়মন্ড ইউনিভার্সিটি অব শিকাগো এবং ফিলিপ এইচ ডিবভিগ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন।
আক্ষরিক অর্থে অর্থনীতিতে নোবেল পুরষ্কার দেয়া হয়না। এটিকে বলা হয় ‘ভেরিজেস রিকসব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল’। কেননা, ১৮৯৫ সালে আলফ্রেড নোবেলের প্রবর্তন করা পুরস্কারের মধ্যে এই ক্যাটাগরিটি ছিল না।
১৯৬৯ সাল থেকে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে এই পুরস্কার দেয়া হয়ে আসছে। তবে নোবেল কমিটি একে স্বীকৃতি দেয়।
গত বছর অর্থনীতিতে এ পুরস্কার পেয়েছিলেন ডেভিড কার্ড, জশুয়া অ্যাংরিস্ট ও গিডো ইমবেনস।
জাগরণ/আন্তর্জাতিক/নোবেলপুরস্কার/এসএসকে