• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩, ১২:১৫ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২, ২০২৩, ১২:১৫ এএম

হিনডেনবার্গ রিপোর্ট

৮৬ বিলিয়ন ডলার হারালেন আদানি

৮৬ বিলিয়ন ডলার হারালেন আদানি
ভারতীয় ধনকুবের ব্যবসায়ী গৌতম আদানি ● ফাইল ফটো

ভারতীয় ধনকুবের ব্যবসায়ী গৌতম আদানির কোম্পানিগুলো বুধবার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত ৮৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের শেয়ার হারিয়েছে। এ যাত্রায় এশিয়ার শীর্ষ ধনীরও মুকুট হারিয়েছেন আদানি গ্রুপের কর্নধার গৌতম আদানি। খবর: বার্তা সংস্থা রয়টার্স’র।

শেয়ারমূল্য হারানোর পর মার্কিন সাময়িকী ফোর্বসের করা বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ১৫তম অবস্থানে নেমে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্টজন হিসেবে পরিচিত ব্যবসায়ী গৌতম আদানি।

ফোর্বসের মতে, গৌতম আদানির বর্তমান সম্পদের পরিমাণ ৭৫ দশমিক ১ বিলিয়ন ডলার। ভারতের অপর ব্যবসায়ী মুকেশ আম্বানি ফোর্বসের তালিকায় নবম স্থানে রয়েছেন। আম্বানির সম্পদের পরিমাণ ৮৩ দশমিক ৭ বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চে গত সপ্তাহে আদানির জালিয়াতির খবর প্রকাশের পর ভারতে করপোরেট প্রতিষ্ঠানের জবাবদিহি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। আদানি গ্রুপ হিনডেনবার্গের উত্থাপিত অভিযোগের বিষয়ে ৪১৩ পৃষ্ঠার জবাব দিলেও শেয়ারবাজারে ধস ঠেকাতে পারেনি।

হিনডেনবাগ প্রতিবেদনের জেরে গত সপ্তাহে আদানি গোষ্ঠীর বিভিন্ন কোম্পানির শেয়ার দরে ধস নামে। প্রতিবেদনের পর এক দিনেই আদানি গ্রুপের বাজার মূলধন এক হাজার ৮০ কোটি ডলার কমে যায়।

আদানি গ্রুপ বলছে, এটি নিছক কোনও নির্দিষ্ট সংস্থার ওপর একটি অযৌক্তিক আক্রমণ নয়। বরং ভারত, ভারতীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা, সততা এবং গুণমান ও ভারতের সমৃদ্ধির গল্প এবং উচ্চাকাঙ্ক্ষার ওপর পরিকল্পিত আক্রমণ।

তবে হিনডেনবার্গ আদানির বক্তব্যের কড়া জবাব দিয়েছে। বলেছে, ভারতের ভবিষ্যৎ আদানি গ্রুপ অবরুদ্ধ করে রেখেছে। কোম্পানিটি নিজেকে ভারতীয় পতাকায় আচ্ছাদিত করে পদ্ধতিগতভাবে জাতিকে লুট করছে। হিনডেনবার্গ জানায়, আদানির ৪১৩ পৃষ্ঠার জবাবের মধ্যে মাত্র ৩০ পৃষ্ঠা প্রতিবেদনের সঙ্গে সম্পর্কিত। অবশিষ্ট অংশে অপ্রাসঙ্গিক করপোরেট উদ্যোগের বিবরণ রয়েছে। যেমন এটি কীভাবে মহিলা উদ্যোক্তা ও নিরাপদ সবজি উৎপাদনকে উৎসাহিত করে সেই তথ্য।

আদানির জালিয়াতির প্রতিবেদনের বড় ধাক্কা লেগেছে ভারতের ব্যাংক ও জীবন বিমার শেয়ারের দরেও। ভারতের শেয়ারবাজার লাখ লাখ কোটি রুপি হারিয়েছে।

জাগরণ/আন্তর্জাতিক/এসএসকে