• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০১৯, ১২:০২ পিএম

পুলিশ সপ্তাহ উদ্বোধন 

জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশ বিশ্বে রোল মডেল 

জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশ বিশ্বে রোল মডেল 
পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

প্রাকৃতিক দুর্যোগ ‍ও মানুষ সৃষ্ট দুর্যোগ কঠোর হাতে দমন করায় বাংলাদেশ পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সোমবার (০৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ-২০১৯ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ধন্যবাদ জানান। 

তিনি বলেন, বাংলাদশ পুলিশ কঠোর হস্তে জঙ্গি নির্মূল করেছে।এ কারণে বাংলাদেশ পুলিশ বিশ্বে রোল মডেল। এছাড়া বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস বন্ধ করেছে বাংলাদেশ পুলিশ। সরকার বিরোধী আন্দোলনে বিএনপি-জামাত অনেক গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। বাংলাদেশ পুলিশ তা কঠোর হস্তে দমন করেছে। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ বাহিনী সুষ্ঠু ভাবে দায়িত্ব পালন করায় তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। আইনের যথাযত প্রয়োগ সকরে নিরাপদ সড়ক নিশ্চিত করতে পুলিশ বাহিনীর প্রতি অনুরোধ জানান। 

প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীতে কর্তব্যরত অবস্থায় কোনো সদস্য মারা গেলে তাদের পরিবারকে ৮ লাখ ও আহত সদস্যকে ৪ লাখ টাকা অনুদান দেয়া হবে।

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহ-২০১৯ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।  

সাইসে/বিএস