• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ১১:২৭ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ১১:২৭ পিএম

ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘে প্রস্তাব পাস, ভোট দেয়নি বাংলাদেশ

ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘে প্রস্তাব পাস, ভোট দেয়নি বাংলাদেশ
ছবি ● সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের বছরপূর্তি ছিল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি)। তার প্রাক্কালে ইউক্রেনে যুদ্ধ বন্ধ ও সেনা তুলে নিতে রাশিয়াকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) জাতিসংঘ সাধারণ অধিবেশনের ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪১ দেশ। রাশিয়া সহ বিপক্ষে ভোট দেয় ৭ সদস্যরাষ্ট্র।

রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাবে ভোট দানে বিরত ছিল বাংলাদেশ- চীন-ভারতসহ ৩২ দেশ। প্রস্তাব অনুমোদন করে সংস্থাটি বলে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে।

জাতিসংঘের সাধারণ পরিষদ বর্তমানে নিরাপত্তা পরিষদের থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

রাশিয়া নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ায় এবং যে কোনও বিষয়ে ভেটো দেয়ার ক্ষমতা রাখায় ইউক্রেন ইস্যুতে কঠোর কোনও সিদ্ধান্ত নিতে পারছে না নিরাপত্তা পরিষদ।
তবে সাধারণ পরিষদের ভোটাভুটিতে আইনি বাধ্যবধকতা না থাকলেও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জাগরণ/আন্তর্জাতিক/জাতিসংঘ/কেএপি