• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১১, ২০২৩, ১১:০৯ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১১, ২০২৩, ১১:০৯ পিএম

রাশিয়ায় পাল্টা হামলা চালাবে ইউক্রেন

রাশিয়ায় পাল্টা হামলা চালাবে ইউক্রেন
ছবি ● ফাইল ফটো

আগামী দুই মাসের মধ্যে রাশিয়ায় পাল্টা হামলা চালানো হবে। ইউক্রেনের সামরিক বাহিনী এই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উপদেষ্টা মিখাইল পডোলিয়াক। ইতালির এক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

পডোলিয়াক বলেন, বাখমুত ও অন্যান্য যেসব অঞ্চলে রুশ বাহিনী অগ্রগতি অর্জন করেছে সেসব অঞ্চলেই আঘাত হানা হবে। এর জন্য ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে কিয়েভ।

এর আগে কিছুদিন আগে মার্কিন প্রতিরক্ষা দফতরের প্রধান লয়েড অস্টিন জানিয়েছিলেন, আগামী কিছুদিনের মধ্যে রুশ বাহিনীর ওপর ইউক্রেনের প্রত্যাশিত হামলা শুরু হতে পারে। প্রতিশ্রুতি অনুযায়ী কিয়েভকে সহায়তায় প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম দ্রুত পাঠানোর চেষ্টা চলছে।

বাখমুত রক্ষায় প্রতিরোধ যুদ্ধ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন। সুমির সাতটি স্থানে গ্রেনেড, মেশিন গান ও আর্টিলারি দিয়ে হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় আবাসিক ভবন ও বিদ্যুতের লাইন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জাগরণ/আন্তর্জাতিক/রাশিয়াইউক্রেনযুদ্ধ/কেএপি