• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৩, ১১:৪০ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৪, ২০২৩, ১১:৪০ এএম

অনাহারে মারা গেলে মিলবে স্বর্গ

কেনিয়ায় ৪৭ মরদেহ উদ্ধার

কেনিয়ায় ৪৭ মরদেহ উদ্ধার
ছবি ● সংগৃহীত

কেনিয়ায় অনাহারে মারা গেলে স্বর্গে যাওয়া যাবে এমন ধারণা পোষণকারী ৪৭ ব্যক্তির মরদেহের সন্ধান পেয়েছে পুলিশ।

শনিবার উপকূলীয় শহর মালিন্দা থেকে কবর থেকে ২১ জনের মরদেহ তোলার পর, রোববার আরও ২৬টি মরদেহের সন্ধান মেলে। তদন্তের স্বার্থে মরদেহগুলো তোলা হয়।

পুলিশ বলছে, তারা শিশুদের মরদেহও পেয়েছে। এসব কবরের একটিতে একই পরিবারের পাঁচজন সদস্য – বাবা-মা এবং তিন সন্তান- থাকতে বলে বলে ধারণা করা হচ্ছে।

এই ধরনের আরও কবর খুঁজে পাওয়া যাবে বলে ধারণা পুলিশের। যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের সবাই গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চের সদস্য।

চার্চের ধর্মপ্রচারক পল ম্যাকেঞ্জি বর্তমানে পুলিশি হেফাজতে আছেন। তার বিরুদ্ধে যিশুর সাথে দেখা করতে অনুসারীদের ক্ষুধার্ত থাকতে বলার অভিযোগ রয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে ম্যাকেঞ্জি জানান, ২০১৯ সালেই গির্জাটি বন্ধ করে দেন তিনি।

কেনিয়ার দৈনিক দি স্ট্যান্ডার্ড লিখেছে উদ্ধার করা মরদেহগুলোর ডিএনএ নমুনা পরীক্ষা করা দেখা হবে যে সত্যিই না খেয়ে তাদের মৃত্যু হয়েছিল কিনা। কেনিয়ায় ধর্মবিশ্বাস খুবই গভীর। এর আগেও বিভিন্ন সময় অনিয়ন্ত্রিত গির্জা এবং ধর্মগুরুদের ফাঁদে পড়ে বিপদগ্রস্ত হওয়ার খবর বেরিয়েছে।

জাগরণ/আন্তর্জাতিক/এসএসকে