• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুন ২১, ২০২৩, ১২:৫৯ এএম
সর্বশেষ আপডেট : জুন ২১, ২০২৩, ১২:৫৯ এএম

তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রের পথে মোদী

তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রের পথে মোদী
ছবি ● সংগৃহীত

তিন দিনের সফরে যুক্তরাষ্ট্র রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মঙ্গলবার সকালে দিল্লি থেকে মোদীকে বহনকারী উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ছেড়ে যায়।

এই সফরে মোদী ভারতীয় বংশোদ্ভূত শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। 

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন মোদী। ওইদিনই আমেরিকান কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন জানান, এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি ও বিকাশে দুই দেশের পারস্পরিক সহযোগিতা। 

পাশাপাশি শিল্প ও বাণিজ্যে সহযোগিতা বাড়ানো নিয়েও কথা বলবেন মোদী-বাইডেন। 

জাগরণ/আন্তর্জাতিক/এমএ