• ঢাকা
  • শুক্রবার, ০৮ ডিসেম্বর, ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০
প্রকাশিত: জুন ২৯, ২০২৩, ১০:২৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৯, ২০২৩, ১০:২৯ পিএম

এশিয়ার বিভিন্ন দেশে ঈদ উদযাপন

এশিয়ার বিভিন্ন দেশে ঈদ উদযাপন
ছবি ● প্রতীকী

ভারত, পাকিস্তানসহ এশিয়ার বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আলাদা আলাদা বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনেতারা। এসময় আহ্বান জানান হয় সাম্প্রদায়িক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার।

বৃহস্পতিবার সকালে ভারতের রাজধানী দিল্লির জামে মসজিদে হয় ঈদুল আজহার সবচেয়ে বড় জামাত। একে ওপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন মুসল্লিরা।

তারা জানান, ঈদের এই বিশেষ উপলক্ষ্যে আমি একটি বার্তাই দিতে চাই। আর তা হলো ঘৃণা ও বৈষম্য ভুলে একটি সুন্দর বিশ্ব গড়ার। পারস্পরিক সৌহার্দ ও সম্প্রীতির মাধ্যমেই সুন্দর ভবিষ্যত গড়া সম্ভব।

পশ্চিমবঙ্গেও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। সকালে ঈদের জামাত হয় কলকাতার রেড রোডে। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করেন, কুশল বিনিময় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

লাহোরের জাতি উমরায় ঈদের নামাজ আদায় করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এসময় অর্থসংকটে বিপর্যস্ত পাকিস্তানে সুখ সমৃদ্ধি কামনা করে প্রার্থণা করেন তিনি। করাচিতে ঈদের জামাতে অংশ নেন কয়েক হাজার মানুষ।

ইন্দোনেশিয়ায় ঈদের অন্যতম বড় জামাত হয়েছে জাকার্তার আল আজহার মসজিদ প্রাঙ্গণে। ঈদের জামাতে পুরুষের পাশাপাশি শরিক হন নারীরাও। এছাড়া তেহরানে সবচেয়ে বড় ঈদ জামাতের নেতৃত্ব দেন ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

বুধবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে হয় ঈদের জামাত। অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। বুধবার সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয় ঈদুল আজহা। আহ্বান জানানো হয় সাম্প্রদায়িক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার।

জাগরণ/এসএসকে