• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৩, ১১:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৭, ২০২৩, ১১:৩৬ পিএম

তুমুল লড়াই

ইসরাইলি হামলায় ২০০ ফিলিস্তিনি নিহত

ইসরাইলি হামলায় ২০০ ফিলিস্তিনি নিহত
ছবি ● সংগৃহীত

দখলকৃত গাজা উপত্যকায় শনিবার ইসরাইলি বিমান হামলায় অন্তত ২০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ।  

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

স্থানীয় ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, গাজায় ইসরাইলি বিমান হামলায় এখন পর্যন্ত ২০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে এক হাজার ৬০০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। 

অন্যদিকে ইসরাইলি সামরিক বাহিনী ও হামাসের মধ্যে সীমান্ত এলাকায় চলছে তুমুল লড়াই। সমুদ্র, স্থলপথ এবং আকাশপথ দিয়ে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলে ঢুকে পড়েছে। ইসরাইল লক্ষ্য করে প্রায় ২০০০ রকেট ছুঁড়েছে হামাস।

is 2

এর আগে শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হারাকাত আল-মুকাওয়ামা আল-ইসলামিয়া (হামাস) ইসরাইলে এ বছরের সবচেয়ে বড় হামলা চালায়। হামাসের এ নজিরবিহীন হামলায় অন্তত ১৫০ জন ইসরাইলি নিহত ও আহত হয়েছেন কমপক্ষে পাঁচ শতাধিক মানুষ। 

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমাদের শত্রুদের এর মূল্য দিতে হবে যা তারা জানে না। আমরা যুদ্ধের মধ্যে আছি এবং আমরা এটি জিতবো। 

is

নেতানিয়াহুর ওই ঘোষণার পরপরই গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে ইসরাইল।

ইসরাইলের ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, গাজায় তারা এখন পর্যন্ত ১৭টি সামরিক কম্পাউন্ড এবং হামাসের চারটি অপারেশনাল হেডকোয়ার্টারে আঘাত করেছে। সৌদি আরব, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্সের পাশাপাশি ইউরোপের বহু দেশ এ সংঘাত বন্ধে দুই পক্ষের প্রতি আহবান জানিয়েছে। 

জাগরণ/আন্তর্জাতিক/কেএপি