• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৪, ১২:২৯ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৪, ২০২৪, ১২:২৯ এএম

ইরানে জোড়া বিস্ফোরণে নিহত শতাধিক

ইরানে  জোড়া বিস্ফোরণে নিহত শতাধিক
ছবি ● সংগৃহীত

মার্কিন বিমান হামলায় নিহত  ইরানি জেনারেল কাসেম সোলাইমানির স্মরণসভায় জোড়া বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০৩ জন নিহত এবং আরও ১৭০ জন আহত হয়েছেন।

বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন ইরানের জরুরি পরিষেবার মুখপাত্র বাবাক ইয়েকতাপারস্ত। 

সাহেব আল-জামান মসজিদের কবরস্থান থেকে ৭০০ মিটার দূরে প্রথম বিস্ফোরণ এবং ১৫ মিনিট পর করবরস্থান থেকে ‌এক কিলোমিটার দূরে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে।

হামলাটি এমন সময় ঘটলো যখন অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের চলমান আগ্রাসনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা চলছে।

এই হামলাকে ‘সন্ত্রাসী’ কাজ বলে অভিহিত করেছেন এক ইরানি কর্মকর্তা।

২০২০ সালের জানুয়ারিতে ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত হন বিপ্লবী গার্ডের এলিট কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি। তার হত্যার চতুর্থ বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এ বিস্ফোরণের ঘটনা ঘটলো। 

রাজধানী তেহরানের প্রায় ৮২০ কিলোমিটার (৫১০ মাইল) দক্ষিণ-পূর্বে কেরমানে তার কবরস্থানের কাছে এই স্মরণসভা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

এই হামলার পেছনে কে বা কারা দায়ী তা বিস্তারিত জানা যায়নি। কোনও গোষ্ঠী তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি। এপি।

জাগরণ/আন্তর্জাতিক/ইরান/এসএসকে