• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ৩, ২০২১, ১০:২৮ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩, ২০২১, ১০:২৮ এএম

৫৭ কর্মী নেবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

৫৭ কর্মী নেবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

জনবল নিয়োগের জন্য  স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামসমূহ ও পদসংখ্যা 

১.সাঁটলিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-১০ টি 

২.কম্পিউটার অপারেটর- ২ টি  

৩.সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর- ৪ টি 

৪.অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ৪ টি 

৫.ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর- ২ টি 

৬.ফটোকপি মেশিন অপারেটর- ১ টি 

৭.ডেসপাচ রাইডার- ১ টি 

৮.অফিস সহায়ক- ৩৩ টি 

মোট পদসংখ্যা 

৫৭ টি 

শিক্ষাগত যোগ্যতা
১-৩ নং পদের জন্য- স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। 
৪-৮ নং পদের জন্য- এইচএসসি বা সমমান পাস। 
বয়স
১৮-৩০ বছর। 
প্রার্থীর ধরন 
নারী ও পুরুষ 
বেতন
জাতীয় বেতন স্কেল- ২০১৫ অনুযায়ী। 
আবেদন প্রক্রিয়া 
আগ্রহীরা http://dgmeded.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়
২৪ মার্চ ২০২১ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। 
 

সূত্র : স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট