• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৩, ২০২১, ০১:১৩ এএম
সর্বশেষ আপডেট : জুন ২৩, ২০২১, ০১:১৩ এএম

৪২তম বিসিএস ভাইভা ফের স্থগিত

৪২তম বিসিএস ভাইভা ফের স্থগিত
সংগৃহীত ছবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪২তম বিসিএস (বিশেষ) ভাইভা স্থগিত করেছে।

২৭ জুন থেকে ৪২তম বিসিএস (বিশেষ) ভাইভা স্থগিত করেছে পিএসসি। এর আগে গত ৬ জুন থেকে ৪২তম বিসিএস (বিশেষ) ভাইভা শুরু হয়। আগামী ১৩ জুলাই পর্যন্ত এ ভাইভা চলার কথা ছিল। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে এ পরীক্ষা নেয়া হচ্ছিল।

মঙ্গলবার (২৩ জুন) পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করোনার কারণে ৪২তম বিসিএস (বিশেষ) ভাইভা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো। স্থগিত ভাইভার সূচি পরে প্রকাশ করা হবে’।

এর আগে ৫ মে মৌখিক পরীক্ষা সূচি প্রকাশ করে পিএসসি বলেছিল, ৪২তম বিসিএস বিশেষ ক্যাডারের লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) উত্তীর্ণদের মধ্যে ৬ হাজার ২২ জনের মৌখিক পরীক্ষা শুরু হবে ২৩ মে।

৩০ জুন পর্যন্ত ৬ হাজার ২২ জনের ভাইভা অনুষ্ঠিত হবে। পরে ১৮ মে বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, বর্তমান করোনার পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধিনিষেধের কারণে ৪২তম বিসিএস (বিশেষ) মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। অল্প সময়ের মধ্যে নতুন তারিখ জানানোর কথা জানিয়েছিল পিএসসি। পরে ৬ জুন শুরু থেকে আবার ভাইভা শুরু করে পিএসসি।

এ পরীক্ষা আগামী ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল। করোনার কারণে সেই ভাইভা স্থগিত করা হলো।

করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রেক্ষাপটে দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেয়া হয়।

গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় (লিখিত টাইপ) ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ এই বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন।

জাগরণ/এমএ

আরও পড়ুন